কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ (আইস)সহ আটক ৩ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক রবিবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে মাদকের বিষয়ে পুলিশকে অবগত করলে দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড বিনাইপার সরকারবাড়ির চিহ্নিত মাদকব্যাবসায়ী হাবিব মিয়ার বসত ঘরে পুলিশ অভিযান চালিয়ে শামীম ভূঁইয়া (৩৫) নামের এক যুবককে শনিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় আটক করে। এসময় তার তথ্যমতে হাবিব মিয়ার শয়নকক্ষে খাটের উপরে সাদা পলিথিনে মোড়ানো ৮টি ছোট এয়ার টাইট সাদা পলি প্যাকেটে ক্রয়-বিক্রয়ের জন্য রক্ষিত ৪০গ্রাম ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ (আইস)সহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শামীমের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে রাতেই চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান সরকার (৫০) ও সোহেল রানা(৩০)কে আটক করে পুলিশ।
আটক মাদক ব্যাবসায়ী শামীম ভূঁইয়া দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের শফিকুল ইসলামের পুত্র। হাবিবুর রহমান পৌরসভার বিনাইপার গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের পুত্র এবং সোহেল রানা একই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নয়ন মিয়া জানান, স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ক্রিস্টাল মেথ (আইস)সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ক্রয় বিক্রয়ের জন্য রাখা ৮টি প্যাকেটে থাকা ৪০গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে। আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।