কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৪ টি ঘর ও গবাদি পশু পুড়ে ছাই হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত পোনে ১ টায় উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজামেহার ইউনিয়নের মুন্সি বাড়ির হোসেন মুন্সির ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মুরাদনগর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই মুন্সী বাড়ির ৭টি পরিবারের ১৪ টি ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলো, হোসেন মুন্সী, রফিক মুন্সী, সালাম মুন্সী, মোস্তফা মুন্সী, সোলমান মুন্সী, বিল্লাল মুন্সী ও আলীম মুন্সী।
রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে উপজেলায় পাঠিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও যান্ত্রিক ত্রুটির জন্য কথা বলা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে তাৎক্ষণিক তাদের জন্য কম্বল পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা।