আজ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
প্রকৃতির অর্জিত সম্পদগুলো আমরা ধ্বংস করছি কিন্তু সেই ধ্বংসযজ্ঞের শূন্যস্থান পূরণ করছিনা। ফলে বিশ্বকে নতুন নতুন প্রাকৃতিক দূর্যোগ, মহামারী মোকাবেলা করতে হচ্ছে। বিশ্বকে সব রাষ্ট্রের মানুষের বসবাসের উপযোগী রাখতে পরিবেশ- জলবায়ু- জীববৈচিত্র সংরক্ষণ উন্নয়ন সংক্রান্ত নীতিমালা প্রতিপালনের পাশাপাশি আমাদের সচেতন হতে হবে।
বুধবার (৫ জুন) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রসুলপুর ভূমিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে আয়োজিত মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভার প্রধান আলোচক প্রবীন রাজনীতিক, লেখক, কবি আব্দুল হান্নান মূন্সী ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, আমরাই আমাদের বিশ্বময় পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছি। জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্রের বিলুপ্তির হার সীমা অতিক্রম করে ফেলেছে। মানব সভ্যতা, জলবায়ু এবং জীববৈচিত্র আজ চরম হুমকীর মুখে। যার কারনে মানবসৃষ্ট প্রকৃতির বিপর্যয়ে প্রভাব ফেলছে প্রাকৃতিক দূর্যোগে। আমরা খাল- বিল- নদী- নালা ভরাট করে ইমারত তৈরী করছি। পাহার কেটে সমতল করছি, বৃক্ষ নিধনে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বন উজার করে স্বার্থের মহা উৎসব পালন করছি, ব্যবহার করছি দির্ঘমেয়াদী পরিবেশ বিপর্যয়ের উপকরণ প্লাষ্টিক সামগ্রী। খনিজ সম্পদগুলোর অপব্যবহার এবং প্রাত্যহীক ব্যবহারে কল- কারখানা, বিভিন্ন মরনাস্ত্রের বিষাক্ত কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমন্ডল অন্ধকার করছি।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো খড়া – সুরক্ষিত করবো ধরিত্রী – জীববৈচিত্র্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রসুলপুর ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার সংগঠক উজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল নাসের, বিশেষ অতিথি নিজেরা করি সংস্থা কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আব্দুল জব্বার, ভূমিহীন নেতা মালেকা বেগম, শিশু পড়সি দাস, কিশোরী রিঙ্কু দাস, সোহাগ প্রমূখ। রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।এর আগে রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ এবং রসুলপুর বাজারের বর্জ্য ও প্লাষ্টিক অপসারণ করে তা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন

দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more
দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য।

কুমিল্লার দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে এসে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার...

Read more
দেবীদ্বার হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী, স্বাধীনতা স্তম্ভ ও বধ্যভূমি(গণকবর) এ পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top