আজ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু: আহত ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) ও ইলেক্ট্রিক মিস্ত্রী জহিরুল ইসলাম (২৭) নামে ২ যুবক নিহত হয়েছে এছাড়া আরো ২ জন আহত হয়েছে।

ঘটনা দু’টি ঘটে সোমবার (১০ জুন) বিকেল ৩টায় দেবীদ্বার পৌর এলাকার হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ভবনের ৪ তলায়। অপর ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৬টায় উপজেলার মুগসাইর  গ্রামের একটি পুকুরে।

স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন  ভবনের ৪ তলায় রসিতে বেঁধে রড উঠাতে যেয়ে বৈদ্যুতিক মেইন লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) নিহত হন। এসময় আরো দুই শ্রমিক শাকিল(৩০) ও সাগর(৩৪) আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) মুরাদনগর উপজেলার টনকী সোনারামপুর গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবীদ্বার চান্দিনা রোডে ইমরান হোসেনের বাসায় ভাড়াটে হিসেবে গত দু’বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

অপর ঘটনায় নিহত নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।

জানা যায়, দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে মারা যান।

বিদ্যুৎপৃষ্টে নিহতদের বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেনের মরদেহ ময়নাতদন্ত করা হবে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব। অপর ঘটনায় নিহত জহিরুলের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

আরো পড়ুন

দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more
সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।...

Read more
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের।

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের...

Read more
স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি...

Read more
ভিক্ষুকের আশ্রয়ে থাকা ঠিকানা বিহীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও।

" মা' হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? " শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top