আজ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ‘বসুন্ধরা শুভসংঘের’ সহায়তায় অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষনের উদ্বোধন 

নারীদের অগ্রযাত্রায় পাশে থেকে কাজ করছে বসুন্ধরা-শুভসংঘ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নারীদের অগ্রযাত্রায় পাশে থাকে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। বিশেষ করে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নানামূখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে। এক সময়ে যারা অভাব- অনটন, দুঃখ- কষ্টে তীক্ততায় ছিলেন, তাদের অনেকেই আজ নিজের পায়ে দাড়িয়ে পরিবারের দান্যতা ঘুচাতে শুরু করেছেন। অনেক নারী হয়ে উঠেছেন উদ্যেক্তা।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে আয়োজিত ‘সেলাই প্রশিক্ষন কর্মশালার’ উদ্ভোধনী সভায় আলোচকগন ওই বক্তব্য তুলে ধরেন। এসময় উপজেলার ২০ জন অসচ্ছল নারী সেলাই প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে কর্মশালায় অংশ নেন।
বসুন্ধরা ও শুভসংঘের তত্বাবধানে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে সেলাই প্রশিক্ষনের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন, দেবীদ্বার বণিক সমিতির সভাপতি মো. হিরন মোল্লা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, মো. সোহেল রানা সোহাগ, মো. শাহজালাল, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল আলিম, মা-মেয়ের রান্না ঘরের পরিচালক তাছকিয়া রহমান প্রতিভা, সেলাই প্রশিক্ষক হুরবানু আক্তার পলি প্রশিক্ষার্থী আয়শা রহমান প্রজ্ঞা প্রমূখ।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন,  দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। স্মার্ট বাংলাদেশ বিনীর্মানে- নারীদের উন্নয়ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই।  দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরাগ্রুপের শুভ সংঘ যে মানবিক কাজটি করে যাচ্ছে সেজন্য তাদের ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ দেবীদ্বারের যে ২০জন অসচ্ছল নারী বিনাখরচে সেলাই প্রশিক্ষণ নিতে আসছেন, আশা রাখছি আপনারা এ প্রশিক্ষণটা হাতে কলমে মনোযোগ সহকারে শিখবেন। প্রশিক্ষণ শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে সাফল্যের সিড়ি বেয়ে উপরে উঠার জন্য বসুন্ধরার পক্ষ থেকে একটি উন্নতমানের সেলাই মেসিন উপহার পাবেন। আপনার লক্ষ্য-উদ্দেশ্য যদি অটুট থাকে, তাহলে এ সেলাই মেসিনটি আপনাকে একজন বড়মাপের উদ্যোক্তা হিসেবে তৈরী করতে সহায়তা করবে। আগামীতে বসুন্ধরা শুভসংঘ দেবীদ্বারে সেলাই প্রশিক্ষনের পরিধি আরো বৃদ্ধিসহ দারিদ্র বিমোচনে এবং উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নানা কর্মসূচীর ক্ষেত্র তৈরী করে দেবেন সেই প্রত্যাশা রাখছি।

আরো পড়ুন

দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more
সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে :হাসনাত আব্দুল্লাহ।

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।...

Read more
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের।

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের...

Read more
স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই  : ইউএনও নিগার সুলতানা।

কুমিল্লার দেবীদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি...

Read more
ভিক্ষুকের আশ্রয়ে থাকা ঠিকানা বিহীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও।

" মা' হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? " শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Scroll to Top