আজ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে নৈশপ্রহরীকে বেঁধে গভীর রাতে দুর্ধর্ষ চুরি:কান্না থামছেনা দোকান মালিক আল-আমিনের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে রেখে আরহাম ব্যাটারি হাউজ নামে একটি দোকান থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌন ৩টার দিকে পৌরসভার বানিয়াপাড়া গাউছিয়া মার্কেটে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। কান্নায় ভেঙে পরছেন দোকান মালিক আল-আমিন।
দোকানের মালিক আল আমিন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের মো.মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় দোকান মালিক আল আমিন দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের মালিক মো. আল আমিন বার বার কান্নায় ভেঙে পড়ছেন। পাশে তাঁর ছোট মেয়ে ও স্ত্রী হাউ মাউ করে কাঁদছেন। এসময় তাঁর দোকান ও পিছনের গুডাউন পুরো খালি দেখা যায়। দোকানের কেচি গেইটের ৭টি তালা ভাঙা নিচে পড়ে আছে। খবর পেয়ে দেবীদ্বার-বিপাড়া সার্কেল শাহ মোস্তফা তারেকুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক (তদন্ত ) খাদেমুল বাহার বিন আবেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের মালিক মো. আল আমিন জানান, প্রতিদিনের মত রাত ১০টার দিকে দোকানে তালা মেরে বাসায় যাই। সকাল ৭টার দিকে পাশ্ববর্তী এক দোকানদার আমাকে ফোন করে দোকানে চুরির ঘটনা জানালে আমি দৌড়ে এসে দেখি গ্যাস দিয়ে ৭টি তালা ভেঙে হ্যামকো ও ভলভোসহ মোট ২৬৮টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোর চক্র। যার বাজার মুল্য প্রায় ৩৫ লক্ষাধিক টাকা। আমি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এ দোকান দিয়েছি। চোর আমাকে একেবারে পথে বসিয়ে দিয়ে গেল। হ্যামকো ব্যাটারি মার্কেটিং ম্যানেজার মো. ফেরদৌস ও ভলভো কোম্পানীর ইনচার্জ সাব্বির বলেন, খবর পেয়ে দোকানে এসেছি। এটি অত্যন্ত দু:খজনক একটি ঘটনা। আল আমিন আমাদের ব্যবসায়ীক পার্টনার। আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করব।
নৈশপ্রহরী মো. হারুন জানান, রাত পৌনে ৩টার দিকে ২টি পিকআপ থেকে প্রায় ১০/১২ জন লোক নামতে দেখি। আমার সন্দেহ হলে সামনে এগিয়ে যাই, কোন কিছু জিজ্ঞাসা করার আগেই ওরা আমার মুখে গামছা ও কসটেপ দিয়ে বেঁধে ফেলে। পরে আমার হাত-পা বেঁধে দোকানের পিছনে নিয়ে আমাকে নিচে ফেলে আমার ওপর কার্পেট দিয়ে তিনজন বসে পড়ে। বাকিরা প্রায় পৌনে এক ঘন্টা সময় ধরে ব্যাটারিগুলো পিকআপে তোলে। তিনজনের মধ্যে দুইজন আমাকে মেরে ফেলতে চেষ্টা করে কিন্তু একজন আমাকে না মারা জন্য বলে। না হয় ওরা আমাকে মেরে ফেলত। চুরি শেষে আমাকে বাধা অবস্থায় ফেলে ওরা পালিয়ে যায়। পরে আমার গোঙানির শব্দ শুনে এক লোক আমাকে উদ্ধার করে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ক্ষতিগ্রস্ত আল আমিন থানায় অজ্ঞাত নামা চোরদের আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, ঘটনাটি তদন্ত চলছে। দোকানের আশ পাশে যত সিসি ক্যামেরা আছে সবগুলোতে তল্লাশি চলছে। সংঘবদ্ধ চোর চক্রকে গ্রেফতারে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে।

আরো পড়ুন

দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more
দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য।

কুমিল্লার দেবীদ্বারে পরীক্ষা কেন্দ্রে এসে ২৬ শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার...

Read more
দেবীদ্বার হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী, স্বাধীনতা স্তম্ভ ও বধ্যভূমি(গণকবর) এ পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top