কুমিল্লার দেবীদ্বারে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৬অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরেরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. নাজমা বেগম, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্মা রমেন কুমার সাহা, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর নাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত সচিবগন।