কুমিল্লার দেবীদ্বারে ‘স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ, স্মার্ট বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ- প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী সংগঠন ‘নিজোরা করি সংস্থা’র সহযোগীতায় এবং ‘ভূমিহীন সংগঠন’র উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার কুমিল্লা বিভাগীয় অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিজেরা করি সংস্থার কর্মসূচী সংগঠক সুপ্রিয়া মন্ডল, গৌতম দে সরকার, ভূমিহীন সংগঠনের নেতা নাজমা বেগম, তজু মিয়া, আব্দুল ওয়াদুদ, মোখলেসুর রহমান প্রমূখ।
আলোচকরা অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়াসহ নানা বিষয় নিয়ে আলোকপাত করেন। আলোচকরা আরো বলেন, আইনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তবেই ‘স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ স্মার্ট বঙ্গবন্ধুর বাংলাদেশ’ অর্থবহ হবে।