কুমিল্লার দেবীদ্বারে নারায়নগঞ্জ থেকে আসা মোঃ আরিফ, রাজু মিয়া ও হাসিব নামের তিন যুবক ছিনতাইকালে স্থানীয়দের হাতে আটক হয়, তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র যান। সেখান থেকে মোহনপুর বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর শাখায় বিদ্যুৎ বিল পরিশোধ করে বের হয়ে বিদ্যালয়ের উত্তর পাশে কামাল মেম্বারের বাড়ির সামনে আসলে ওই তিন ছিনতাইকারী এসে পারভীন বেগমকে ঘিরে ধরে এবং ভয়ভীতি প্রদর্শনে তার সাথে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। ওই সময় পারভীন বেগম ভয়ে শোর-চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ভৈষেরকুট গ্রামের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগসহ ৪ হাজার ২৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
আটককৃতরা হলো, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৫), মোশারফ হোসেনের ছেলে রাজু মিয়া (২৫) এবং আনোয়ার মোল্লার ছেলে হাসিব (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলা নং-১৯/৪১।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, আটককৃতরা সকলে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের বাসিন্দা। ছিনতাইকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের কাছে থাকা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।