ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বর্তমান কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের ছোট ভাই মোঃ মামুনুর রশিদ। নির্বাচনে দেবরের বিজয় নিশ্চিত করতে গনসংযোগ এবং প্রচার প্রচারণায় নেমেছেন এমপি পত্নী ও আনারস প্রতীকের প্রার্থীর ভাবী সাদিয়া সাবা।
শনিবার(২৫মে) দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন জায়গায় তিনি প্রচার প্রচারণায় অংশ নেন। তাছাড়া নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে, নির্বাচনের প্রচারণার মাঠ জমজমাট হয়ে উঠছে।
দেবীদ্বারকে আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের মতো আনসার মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে অনুরোধ করেন তিনি। এসময় মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে গনসংযোগে উপস্থিত ছিলেন।