আজ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে নান্দনিক স্তম্ভ “আল্লাহ ৯৯ নাম খচিত টাওয়ার” দেখতে দর্শনার্থীদের ভীড়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

“পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পার্ক, পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও হোটেল মোটেল। অবসর সময় ও অবকাশ যাপনের জন্য মানুষ অধিক পরিমানে গমন করছে এসকল স্থানে।

আর এসব স্থানে ঘটছে, অপ্রীতকর ঘটনা, নগ্নতা, নোংরামি, অশ্লীলতা, যৌন হয়রানি, চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। বর্তমানে পরিবারের সকল সদস্য নিয়ে পার্কে যাওয়া অসম্ভব। কারন, অশ্লীলতা ও সামাজিক অভক্ষয় অধিক হারে বেড়ে গেছে। কিন্তু এর উল্টো দাউদকান্দি পৌর সদরের শহীদ রিফাত শিশুপার্ক।

সেখানে যে কোন বয়সের মানুষ প্রাণ খুলে হাটা-চলা করতে পারছেন। ইচ্ছেমতে ছবি তুলতে পারে। ঘন্টারপর ঘন্টা সময়ধরে গল্প ও সময় কাটাচ্ছে নিঃসংকোচে। কোন ধরণের অশ্লিলতা নেই বললেই চলে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌরসদরে অবস্থিত উপজেলাবাসীর বিনোদন ও একটু অবসর সময় কাটানোর একমাত্র স্থান। ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিফাতের নামে নামকরণকৃত “শহীদ রিফাত শিশুপার্ক।

দাউদকান্দি মডেল থানার সামনে অবস্থিত সবার জন্য উন্মুক্ত এই পার্কে রয়েছে, নান্দনিক নাম ফলক, প্রবেশ করতেই চোখে পড়বে আল্লাহর ৯৯ নাম খচিত আল্লাহ টাওয়ার। দর্শনার্থীদের জন্য রয়েছে, সুপেয় পানি। আধুনিক শৌচাগার, অজু ও নামাজের স্থান।

এছাড়া ভাইরাল ছবি তোলার জন্য “আই লাভ মুহাম্মদ (সা.), “আই লাভ দাউদকান্দি, নির্মাণাধীন পাঠাগার, স্টিট লাইব্রেরী, মৃত ব্যক্তির জানাযার নামাজের জন্য নির্ধারীতস্থান, ওয়ার্কওয়ে, বড় বড় নারিকেল গাছ, সুপরিকল্পিত সুপারি বাগান, ফুল ও পাতাবাহারি গাছ। বাচ্চাদের জন্য রয়েছে, দোলনাসহ নানান খেলাধূলার আইটেম, বেডমিন্টন- ভলিবল খেলার মাঠ ও সারিবদ্ধ ফোচকা-চটপটির দোকান।

পার্কের একপাশে নির্মান করা হয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ বাবুর নামে “শহীদ বাবু মুক্ত মঞ্চ। এছাড়াও দর্শনার্থীদের অধিক নিরাপত্তার জন্য পুরো পার্কটিকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। গোমতী নদীর তীর ঘেসা। উপজেলার প্রাণকেন্দ্রে জ্বলজ্বল করছে মহান আল্লাহর ৯৯টি নামের একমাত্র ভাস্কর্যটি।

৩০ ফুট উচ্চতার এই স্তম্ভটিতে সর্বউপরে আল্লাহর নাম এর নিচে একটি ঘড়ি। তারপর নীচে সারিবদ্ধ ভাবে টাইলসে লিপিবদ্ধ স্তম্ভের চারিপাশে বসানো হয়েছে মহান আল্লাহর ৯৯টি নাম। আরবী হরফের পাশাপাশি বাংলা উচ্চারন ও অনুবাদ রয়েছে। এছাড়াও ৩০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন স্তম্ভের চূড়ায় বসানো হয়েছে ৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইট। চর্তুরদিকে রয়েছে বিভিন্ন রংয়ের লাইট। নীচের গোলাকার বৃত্তের রয়েছে ঝর্ণা, ফুয়ারা ও ফুল বাগান। যা এর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে।

সরেজমিনে, দাউদকান্দি পৌরসদরের শহীদ রিফাত শিশুপার্কে গিয়ে দেখা গেছে, আল্লাহর ৯৯ নামসহ স্তম্ভটি দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভির দেখা গেছে। অন্যান্য স্থাপনা থাকলেও আল্লাহ টাওয়ারটিই প্রধান আকর্ষন। নানান রংয়ের বৈদ্যুতিক লাইটের আলোকসজ্জায় সাজানো ভাস্কর্যটি সন্ধ্যার পর বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করে।

এছাড়াও সন্ধ্যার পর থেকে প্রধান ফটকের উপরে এলইডি স্কিন মনিটরের মাধ্যমে উপজেলার ঐতিহ্যবাহী স্থান, সচেতনতা বার্তা ও বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয়। বিকেলের অবসরে উপজেলাবাসীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরা এর সৌন্দর্য ও স্থাপত্য উপভোগ করে। আর এই সকল উন্নয়ন কাজ করা হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক দাউদকান্দি সংগঠনের তত্ত্বাধানে।

পার্কে আগত দর্শনার্থী হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফারিয়া আক্তার ও মেহেরুননেছা মীম বলেন, আজ কলেজ বন্ধ বন্ধুদের সাথে ঘুরতে আসছি। এখানে আসলে ভালো লাগে। অশ্লীলতা মুক্ত নিরাপদ একটি যায়গা। ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, সানজিদা ইসলাম, তিথি, অধরা ও সাবিহা বলেন, এখানে আমরা প্রথম আসলাম। ভালো লেগেছে।

মানবিক দাউদকান্দি সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক রুবেল বলেন, পার্ক মানেই প্রশান্তিময় যায়গা। এই কথার যথার্থতাই তুলে ধরার চেস্টা করছি বিভিন্ন স্থাপনার মাধ্যমে। আগামী প্রজন্মকে মাদক, অশ্লীলতা ও বেহায়পনার বিপরীতে ধর্মের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছি আমরা। এখানে কোন ধরণের অশ্লীলতার স্থান নেই। সকল বয়সের মানুষের জন্য ভালোলাগার একটা যায়গা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মানবিক দাউদকান্দি সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন (সুমন) বলেন, ৫ আগস্টের পর। উপজেলাবাসীর একমাত্র বিনোদন কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ গ্রহন করি। আন্দোলনে নিহত দুই শহীদের স্মৃতি তুলে ধরতে এবং তাদের স্মরণীয় রাখতে প্রথম শহীদ রিফাতের নামে পার্কটি নামকরণ করি এবং দ্বিতীয় শহীদ বাবুর নামে “শহীদ বাবু মুক্ত মঞ্চ নির্মান করা হয়। সকল ধরণের নোংরামি ও অশ্লীলতা মুক্ত পার্কটিতে সকল বয়স ও শ্রেনী পেশার মানুষ অবাধে প্রবেশ করতে পারে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পার্কটি থানার সামনে অবস্থিত। এখানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে আমরা সোচ্চার। এটার পরিবেশ ভালো।

আরো পড়ুন

স্মার্ট মোবাইলের অপব্যবহার বন্দুক সন্ত্রাসের মতই ভয়াবহ -মতিন সৈকত।

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সোমবার(৩০...

Read more
জাসাস দাউদকান্দি শাখার কমিটি গঠিত সাইফুল সভাপতি, জিয়া সম্পাদক, নাজমুল সাংগঠনিক।

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দাউদকান্দি উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা...

Read more
দাউদকান্দির তিনপাড়া গ্রামে নামাজ পড়ে সাইকেল পেলো ১১ কিশোর।

কুমিল্লার দাউদকান্দিতে মসজিদে গিয়ে ৪১দিন জামায়াতে নামাজ পড়ে বাই সাইকেল পেলো ১১ কিশোর। শুক্রবার(২৭ ডিসেম্বর)বিকালে তিনপাড়া আদর্শ সমাজ কল্যাণ যুব...

Read more
দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধারের ৬ঘন্টার পর মূল আসামী রনি গ্রেফতার।

কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে হালুয়া পরোটা বিক্রেতা শাহাদাৎ হোসেন রনি (৩৮) মরদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার পর হত্যাকাণ্ডের মূলহোতা রনি...

Read more
দাউদকান্দিতে হালুয়া পরোটা বিক্রেতার মরদেহ উদ্ধার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে দিঘীরপাড় এলাকার শাহী হালুয়া পরোটা ব্যবসায়ী শাহাদাৎ হোসেন রনি(৩৮) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top