কুমিল্লার দাউদকান্দিতে মসজিদে গিয়ে ৪১দিন জামায়াতে নামাজ পড়ে বাই সাইকেল পেলো ১১ কিশোর।
শুক্রবার(২৭ ডিসেম্বর)বিকালে তিনপাড়া আদর্শ সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে গোলদার বাড়ি জামে মসজিদ মাঠে সাইকেল বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান,উপজেলার তিনপাড়া আদর্শ সমাজ কল্যান ও যুব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। যারা মসজিদে গিয়ে ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়বে তাদের সাইকেল উপহার দেয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে তিনপাড়া গ্রামের গোলদারবাড়ী, পশ্চিম পাড়া, মধ্যবাড়ী, মোহাম্মদীয়া ও মাস্টার বাড়ী জামে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করা শুরু করেন ওই গ্রামের ৩০ কিশোর৷তাদের মধ্যে টানা ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হন ১১ কিশোর। তারা হলেন, ফাহিম সরদার, আহসান সরকার, শাওন, নবির, সাব্বির, হাবিব, রাফিন, মেহেদী, আতিক গোলদার ও রায়হান।
সভায় বক্তব্য রাখেন, মোবারকর হোসেন চৌধুরী, ফেরদৌস রহমান, শাহীন আহাম্মেদ চৌধুরী, আব্দুল আউয়াল, শাকিল আহাম্মেদ ও সংগঠনের সভাপতি গোলাম রাব্বী ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা মোস্তাক আহাম্মেদ, আলোচনা শেষে কিশোরদের হাতে সাইকেল তুলেদেন অতিথিবৃন্দ।