কুমিল্লার দাউদকান্দিতেতে নদীর তীরে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ৷ ২ দিনব্যাপী অভিযানের প্রথম দিন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জরিমানা ও বালু অপসারণের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ অভিযানকারী দল ।
রবিবার (৩০ জুলাই) প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভার গোমতী নদীর তীরে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
অভিযানের প্রথম দিনে সাতটি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি কোল্ড স্টোরেজের অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় অভিযানকারী দল। এ সময় নদীতে অবৈধ বালুর ড্রেজারের পাইপ গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিআইডব্লিউটিএ’র জায়গায় রাখা বালু সরিয়ে নিতে সাত দিনের সময় দেন সংশ্লিষ্ট দখলদার ব্যবসায়ীদের। তিনি বলেন বিআইডব্লিউটিএ জায়গা উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরিফুর ইসলাম ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব
এ সময় বিআইডব্লিউটিএ অভিযানকারী দলকে সহায়তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা সহায়তা করেন।