ছুটিতে বাড়ি ফেরা হলো না মোঃ মেহেদী হাসান(২৪) নামে এক মাদ্রাসা ছাত্রের। ঢাকা থেকে কুমিল্লা বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে বাড়ি ফিরল ঐ ছাত্রের মরদেহ।
বুধবার(২৫ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা থেকে কুমিল্লার দেবীদ্বারে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময়। মাতুয়াইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার।
নিহত হাসান দেবীদ্বার পৌরসভা ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামের আব্দুল ওহাব মাওলানার বড় ছেলে। পরিবারের বড় ছেলের এমন মৃত্যুর সংবাদ যেনো মেনে নিতে পারছে না হাসানের মা-বাবা। বার বার কান্নায় ভেঙে পরছেন তারা। ঐ মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের মাতম।
নিহত হাসানের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাসান দেবীদ্বার থেকে হেফজ শেষ করে ঢাকায় চাচার বাসায় থেকে একটি মাদ্রাসায় দাওরা শ্রেনীতে পড়ছে। সে কিছুদিন পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে একটু অসুস্থ থাকায় মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বিশ্রাম নিতে বাড়িতে আসার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। হাসান নম্র ভদ্র আনুগত্য ছেলে, সকলের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা ছিলো তার বলে জানায় এলাকাবাসী। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসানের মরদেহ ঢাকা মেডিকেল মর্গ থেকে স্বজনরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।