কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাই এর ছেলে। তথ্যটি শনিবার বিকালে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম. আক্তার উজ জামান।
চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিন আলম এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজিবের গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, দুটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ ১টি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, ধামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. আক্তার উজ জামান বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।