প্রশাসনের সদিচ্ছাই পারে সকল দুর্নীতি বন্ধ করতে। নিষেধ অমান্য করে গোমতী নদী থেকে যারা দিনে-রাতে এখনো মাটি লুট করে তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। উপজেলার ৩টি স্পট (ভিংলাবাড়ী, ফতেহাবাদ, জাফরগঞ্জ) এলাকায় এখনও মাটি লুট হচ্ছে, প্রয়োজনে মধ্যরাতে আমি নিজে স্বশরীরে উপস্থিত থেকে গোমতীর এই মাটি লুট বন্ধ করবো।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় এসব কথা বলেন সভার প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বারের সাংসদ মো. আবুল কালাম আজাদ।
এসময় তিনি আরও বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সেচ, সারসহ অন্যান্য উপকরণ যেন পৌছে তা নিশ্চিত করতে হবে এবং আসন্ন রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। তাছাড়া সিএনজি-অটোরিক্সার জিবি ও ভাড়া নির্ধারণ, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। এসময় যানজট ও ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিতকরণে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মো. মোকবল হোসেন মুকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।