বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও তার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান শুক্রবার উপজেলা বিএনপি কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, নাছির উদ্দিন ভূঁইয়া, হাজী লোকমান, জহিরুল কাইয়ুম, পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, হেসাখাল বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাশেম মিয়াজী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন শাহিন, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, নুর গোলশাহ, মহিন উদ্দিন রিপন, উপজেলা যুবদল নেতা কবির খান, পৌর কৃষকদল সভাপতি নুরুল আমিন, পৌর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ বাদশা, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক বশর মেম্বার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট শাহী ঈদগাহ জামে মসজিদ খতিব সাহেব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।