কাজী মোঃ ফজলের রহমান মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ করিম, আব্দুল মালেক, আবু তাহের, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।
কাজী মোঃ ফজলের রহমান মেম্বার কে সভাপতি, মোঃ জাফর আহমেদ মেম্বারকে সাধারণ সম্পাদক ও শাহাদাত মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদ মেম্বার সমিতির কমিটিতে সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাবুল মিয়া, জান্নাতুল ফেরদৌস, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, লাকী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, তাহমিনা বেগম, অর্থ সম্পাদক যুবরাজ ভৌমিক, শিক্ষা ও দফতর সম্পাদক মোঃ মনির উদ্দিন মজুমদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, জাতীয় পর্যায় যোগাযোগ সম্পাদক মজিবুর রহমান, আইন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য সুমি আক্তার, আলেয়া বেগম, নুরজাহান ও রোকেয়া বেগম। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।