বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট এর অ্যাওয়ার্ড বিতরণ ১৫ ডিসেম্বর শুক্রবার লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট এর ৬৬৪ জনকে
অ্যাওয়ার্ড প্রদান করে অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার ফেরদৌস আহম্মেদ, জাতীয় কমিশনার আমিমুল এহসান খান পারভেজ, জাতীয় কমিশনার আইকে সেলিম উল্লাহ খোন্দকার, জাতীয় উপ-কমিশনার শরীফ আহমেদ কামাল, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-কমিশনার কবির আহাম্মেদ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মদ।