হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এর আগে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা- ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ভাষানিয়া ইউনিয়নের বন্ধুমহল একাদশকে হারিয়ে ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর একাদশ জয় লাভ করেন।
ইসমাইল স্যার ফুটবল একাডেমির পরিচালক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম এর সভাপতিত্বে হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা থানা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক কামাল হোসেন মোল্লা, সাংবাদিক মোর্শিদ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহনুর আহম্মদ সুমন,সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াছ, ইকবাল হোসেন রনি, দেলোয়ার হোসেন ধনু, আব্দুস সালাম ভুইয়া, শামীম আহম্মেদ, ইউসুফ আলী স্বাধীন, আল আমিন মোক্তার, উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা ছাদেকুর রহমান,তোফায়েল আহম্মেদ রাসেল, মুর্তুজা হাসান জামাাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সার সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সহস্রাধিক দর্শক উক্ত খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না, সহকারী রেফারী ছিলেন,মো.ওমর ফারুক ও হাবিবুর রহমান হাবিব
খেলায় ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক কবি দেলোয়ার।