হোমনায় টিনের চালা খুলে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে হোমনা – শ্রীমদ্দি সড়কের শ্রীমদ্দি ঈদগাহ সংলগ্ন মোজাম্মেল হকের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা ক্যাশবাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকাসহ প্রায় ৬০ হজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যান বলে জানান দোকান মালিক মোজাম্মেল হক।
দোকানের মালিক মোজাম্মেল হক বলেন, প্রতিদিনের মতো গতকাল রবিবারও রাত সাড়ে ১০টার দিকে দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। পরে আজ সোমবার সকাল ছয়টার দিকে দোকান খুলে দেখি দোকানে থাকা বেনসনসহ অন্যান্য ব্র্যান্ডের ১৪ কার্টুন সিগারেট নাই। পরে ক্যাশবাক্স খুলে দেখি ক্যাশবাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকা ও নাই। এতে আমি হতবাক হয়ে যাই যে, দোকান তালাবদ্ধ, কিন্তু ক্যাশবাক্সে রাখা টাকাও নাই এতোগুলো সিগারেটের কার্টুন কই গেলো। পরে উপরের দিকে তাকিয়ে দেখি টিনের চালা খোলা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, মুদি দোকানে চুরি হয়েছে থানায় এখনো কেউ এমন কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। ব্যস্ততম এ সড়কে প্রায় সারারাতই বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন জাগার দোকানে চুরির ঘটনায় আশে পাশের দোকান মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।