হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সভার প্রধান উপদেষ্টা কুমিল্লা -০২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম মোল্লা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ। সভায় কওমী মাদ্রাসায় ছাত্র নির্যাতন বন্ধে, অবৈধ দখল বন্ধের জন্য এবং সরকারি হাসপাতাল দালালমুক্ত করা,মাদক, চুরি ডাকাতিসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাং ২৭-৯-২৩