সেমিনারে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভুইয়া। সেমিনারে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর এবং শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ড. সানোয়ার জাহান ভুইয়া উচ্চ শিক্ষা ও পাঠদানের সর্বাধুনিক কলা কৌশল নিয়ে বিষদ আলোচনা করেন, আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে পাঠদান ও রিসার্চ করা হচ্ছে সেগুলোর আদ্যেপান্ত অত্যন্ত চমৎকার ও সহজভাবে তুলে ধরেন।
সেমিনার শেষে ড. সানোয়ার জাহানের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো: শাহ্ জাহান,
রেজিস্ট্রার ও অ্যাকাডেমিক এডভাইজার অধ্যাপক মো: জামাল নাছের, IQAC এর অতিরিক্ত পরিচালক আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
এর আগে সকালে সিসিএন শিক্ষা পরিবারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া। সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) কাজী ফারুক আহমদ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমান। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলি মো: আমিনুল ইসলাম চৌধুরী। এদিকে, নবীন বরণ ও বিদায় উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় দেশের অন্যতম ব্যান্ড দল হাইওয়ে এর কনসার্টে আবারো মেতে ওঠে পুরো ক্যাম্পাস।