আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত ইন্টারন্যাশাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপের ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে ৭০ শতাংশ বাংলাদেশি সন্তুষ্ট। জরিপে বলা হয়, দেশের অধিকাংশ জনগণ মনে করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় খেই হারিয়ে সন্ত্রাসী-জঙ্গী আন্দোলনে ভর করেছে বিএনপি উপর৷
বৃহস্পতিবার (১০ আগস্ট)বিকালে কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জগতপুর ইউনিয়নে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরনকালীন এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জরিপে বলা হয়েছে, সড়ক ও সেতুর উন্নয়নে ৮৮ শতাংশ এবং বিদ্যুৎ পরিস্থিতিতে ৮৪ শতাংশ উত্তরদাতা সরকারের ভূমিকায় সন্তুষ্ট। ৮১ শতাংশ মানুষ দেশের শিক্ষা ব্যবস্থার উপর সন্তুষ্ট প্রকাশ করেছে৷ শেখ হাসিনার উন্নয়নের কথা তৃনমূলে পৌঁছে দিতেই আমাদের অবিরাম যাত্রা৷ এই যাত্রাপথেই সবাইকে নিয়ে চূড়ান্ত বিজয়ী হবে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, করোনা মোকাবেলা করে বিশ্বকে তাক লাগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতারা করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীকে উদাহরণ হিসেবে দেখেন।
কুমিল্লা দাউদকান্দি-তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছেন। আগামীতে নৌকাকে বিজয়ী করে আপনারাই উন্নয়নের জবাব দিবেন।
জনসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রোশন আলী মাস্টার, সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস উপজেলা মহিলালীগের সভাপতি শিরিন আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেরে আলম, তিতাস আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান মুন্সী, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ প্রধান, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সুজন, উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার বাবু, কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল ইসলাম মোল্লা, তিতাসের শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ শিকদার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজ্জামেল হক টিটু, সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম, কড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।