কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ফেরারি আসামি তারেক জিয়া ইউটিউবে আর ফেসবুকে বোমা আতংক ছড়াচ্ছেন। বিদেশের মাটিতে বসে বাংলার মানুষকে এ ভয় দেখিয়ে লাভ নেই, এদেশের কৃষকও এখন জিন্সের প্যান্ট পড়ে কাজ করে। ধোঁকা দেয়ার দিন শেষ। বঙ্গবন্ধুর কন্যা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এ দেশের অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা চান এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, সম্মানের সাথে বাঁচুক। শেষ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আজকের আপনার ছোট শিশুটি ৪১ সালের মধ্যে একটি ধনী দেশের নাগরিক হবে। তাই আমাদের এ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুখে শান্তিতে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আজ মঙ্গলবার ( ০৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (উচ্চ মাধ্যমিক শাখা) মাঠে কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
সন্মেলনে আবদুল কুদ্দুস সভাপতি ও ফারুক আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু ও সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজ সাবেক অধ্যক্ষ ড. এ কে এম আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক জমিরউদ্দীন খান জম্পি প্রমুখ।
ঝাঁকজমকপূর্ণ ত্রি বার্ষিক সম্মেলনে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আওয়ালীগের নেতৃবৃন্দ এবং ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন জনসভায় রুপ নেয় ।