কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাক্সফোর্স অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী ও ছয়জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী তেতাভূমি, গঙ্গানগর ও শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। এছাড়া ৬০ ব্যাটালিয়ান বিজিবি শশীদল ও সালদানদী বিওপির বিজিবি এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার তেতাভূমি এলাকা থেকে ৪ বোতল ভারতীয় মাদকসহ আটক আরজিনা বেগম (২৫) নামের এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া শশীদল রেলস্টেশন এলাকা থেকে রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।
পরে গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেন্সিডিল (নেশা জাতীয় সিরাপ) সহ রুপা আক্তার (২৩) নামের এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত রূপা আক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ পঁচিশ হাজার টাকা অর্থদন্ড দেন।
এছাড়া অভিযানে আটক হওয়া ওই এলাকায় মাদক সেবন করতে আসা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা তুষার মোদক (২৪), কামরুল ইসলাম (২৫), দিপ্ত দাস (২৩), হাসান মিয়া (২০) ও শুভ মোদক (২৪) পাঁচ যুবককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে।