কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুলাই ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক কাজী মো. শাহান ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতীয় ও পাকিস্তানি অবৈধ প্রসাধনী বিক্রির দায়ে উপজেলার সদর বাজারের শরীফ কসমেটিকসের স্বত্বাধিকারী মো. শরীফকে ১০ হাজার টাকা ও এমি কসমেটিকস এন্ড গিফট সেন্টারের স্বত্বাধিকারী মো. এনামুলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিভিন্ন প্রসাধনী দোকানসহ ভোগ্য পণ্যের দোকানে সতর্কতাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি করার কারণে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।