কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন (৪০) ও মো. বাদশা মিয়া (৪৫) নামের দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সকালে উপজেলা শশীদল ইউনিয়নেরসীমান্তবর্তী মানরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। পরে তাদের একইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. ইয়াছিন উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মো. বাদশা মিয়া একই গ্রামের মৃত আবু জাহেরের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় গরু নিয়ে আসার সময় সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাদের একইদিন দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।