আজ বিকেলে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, কৃষি জমি ধ্বংস না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডারর মো. নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুস সামাদ, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার বিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া সদর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোজ্জামেল হোসেন দুলাল, নারী নেত্রী শিরিন সুলতানা প্রমূখসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...
Read more