বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের আয়োজনে সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই নির্মান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম শাহীন। এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আনিছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি এডভোকেট ড. মোবারক হোসাইন। এসময় সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, খন্দকার মোঃ শাহজালাল, রফিকুল ইসলাম ভূইয়া, কামরুল হাছানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে টিন বিতরন করা হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ...
Read more