বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ পিপিএম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে৷ তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১১ টায় সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার শেষে স্বজনরা তার লাশ আজিমপুর গোরস্থানে দাফন করেন।
পুলিশের সাবেক আইজিপি মো. আব্দুর রউফ একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়া তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান, বিশিষ্ট শিল্পপতি এএসএম আলাউদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।