কুমিল্লা কোতয়ালী মডেল থানার নুরপুর চৌমুহনী এলাকায় বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিন চর্থা এলাকার মোঃ সুমন মিয়া এর ছেলে আরাফাত রহমান (১৯)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকায় বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ দক্ষিন চর্থা এলাকার মোঃ সুমন মিয়া এর ছেলে আরাফাত রহমান (১৯) কে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।