জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন,সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোবাবেলায় অতিরিক্ত টাকা চাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরী হচ্ছে। সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের মানুষ ভালো নেই। ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতাকর্মীরা। মানুষের ক্রয় ক্ষমতা শূন্যে নেমে আসছে। দ্রব্যমূল্যের উর্ধগতি সরকারের কুশাসনের ফল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ইফতেখার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন,আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে আজ নৈরাজ্য চলছে। আ’লীগ চায় ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে। আর বিএনপি ক্ষমতায় থাকতে দূর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। চায় জাতীয় পার্টিকে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি,প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লোটনসহ কেন্দ্রীয়, কুমিল্লা উত্তর জেলা ও স্থানীয় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।