‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দাউদকান্দিতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার (০২ নভেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।