কুমিল্লার দাউদকান্দিতে আত্মনির্ভরশীল হতে অসহায় ২৮ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিকভাবে অসচ্ছল ২৪ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ জুন) সকালে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন তুলে দেন কুমিল্লা – ১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধান অতিথি।
এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার ,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজালাল কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।