রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনের অগ্নিকান্ডে লুতফুন নাহার ও তার মেয়ে জান্নাতুল তাজরী অগ্নি দগ্ন হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাউজিউন)।লুতফুন নাহার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের খোকন মিয়ার স্ত্রী এবং জান্নাতুল তাজরী তার মেয়ে।
এছাড়া লুতফুন নাহার ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ছিলেন এবং অধ্যাপক ডাক্তার এম জি আজম এর ভাবি ও ভাতিজি ছিলেন। পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায় লুতফুন নাহার ও তার মেয়ে জান্নাতুল তাজরি গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯ টায় কাচ্চি ভাই রেষ্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য যায়। পরে পরিবারের লোকজন আগুন লাগার খবর শুনে বেইলি রোডের সামনে গিয়ে খুজখবর নিলে তাদেরকে পরবর্তীতে (অগ্নিদগ্নে) মৃত অবস্থায় হাসপাতালে দেখতে পায়।এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মানুষের মাঝে সুখের মাতম বইছে।