মাননীয় প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অবধান রাখায় ইউএনও সোহেল রানা’কে মাদক বিরোধী সাহসী যোদ্ধা উপাধিতে ভূষিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তোলে দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।