হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুদের জন্ম নিবন্ধন করার জন্য সবাইকে আহবান করেছেন। আজ শুক্রবার হোমনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় তিনি এ আহবান জানান। ইউএনও আরো বলেন, এ সময়ের মধ্য জন্ম নিবন্ধন করলে কোনো ফি ছাড়াই নিবন্ধন করা যাবে। যারা জন্ম নিবন্ধন সনদ প্রদান করে থাকেন, সেই প্রতিষ্ঠান যেনো কোন হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের মধ্যে সরবরাহ করেন তিনি তাদেরকে সেই নির্দেশনাও দেন। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, জয়পুর ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, জয়পুর ইউপির চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, , পৌরসভার প্রধান সহকারী আবদুল মুন্নাফ, আছাদপুর ইউপির সচিব গোলাম মোস্তফা প্রমুখ।
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...
Read more