পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কুমিল্লা চৌদ্দগ্রামে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মহাশ্বশান ও মহাদেব মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নান্টু চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, পৌরমেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লা বাবুল , জেলা পরিষদ সদস্য একরামুল হক কামাল। উপজেলা কেন্দ্রীয় মহাদেব মন্দির ও মহাশ্মশান কমিটির সভাপতি রুপম সেন গুপ্তের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, কুমিল্লা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, চৌদ্দগ্রাম জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নকুল সাহা , মাস্টার দিপংকর বাবু প্রমুখ।
আলোচনা সভার পরে একটি র্যালী চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।