আজ ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতংকে পদদলিত হয়ে অর্ধ শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতংক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আমির শার্ট এন্ড গার্মেন্টস এর অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়ীতে চলে গেছে বলে জানিয়েছে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (০২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট এন্ড গার্মেন্টস এ ঘটনা ঘটে।

আহতরা সহ প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও বহুতল ভবনের উপরের তলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে কমপক্ষে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

এ সময় গার্মেন্টসের ভবনের গেইট সহ প্রধান গেইট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, ‘ভূমিকম্পের সময় আতংকে ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়া ৭৬ জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তারমধ্যে উন্নত চিকিৎসার জন্য সাহেদা, আয়েশা ও অজ্ঞাতনামা আরো দু’জন সহ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

আমির শার্ট এন্ড গার্মেন্টস এর সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো: ইউসুফ, এসভিপি শাহজাহান সাজু জানান, ‘আমির শার্ট এন্ড গার্মেন্টস এর তিনটি ভবন রয়েছে। তারমধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুইটিতে প্রোডাকশনের কাজ চলে। প্রোডাকশনের দু’টি ভবনের চারটি ফ্লোরে মোট ১৭শ শ্রমিক কাজ করেন’। তারা আরো বলেন, ‘ভবনে উঠানামার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু ভূমিকম্পের আতংকে ছুটাছুটি করতে গিয়ে কিছু শ্রমিক আহত হয়েছে’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ‘আমির শার্ট গার্মেন্টসে দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি। তবে নিহতের কোন ঘটনা নাই বলে তিনি জানিয়েছেন’।

মুহা. ফখরুদ্দীন ইমন
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল: ০১৮১৯-৭৮৬০১২
তারিখ: ০২.১২.২০২৩ইং

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more
ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা...

Read more
চৌদ্দগ্রামে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ শাহ নেওয়াজ (২৫)...

Read more
চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার...

Read more
চৌদ্দগ্রামে এলজি বন্ধুক সহ যুবক আটক, টর্চার সেলের সন্ধান।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক সহ সালাহ উদ্দিন খাঁন নামে এক চিহিৃত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top