‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা, যুব ঋণ, সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মো: সাহিদুর রহমান, সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান, সফল আত্মকর্মী মো: মোশারফ হোসেন, মো: ইব্রাহিম।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।