‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর অধ্যক্ষ মো: আবুল হাশেম, উপজেলা কৃষি অফিসার মো: জোবায়ের আহমেদ, ব্রাক মাইগ্রেশন, চৌদ্দগ্রাম উপজেলা শাখার ফিল্ড অর্গানাইজর (এফও) মো: মামুন হাসান, বিদেশ ফেরৎ প্রবাসী মো: এনামুল হক নোমান প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, চৌদ্দগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবাসীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।