কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন রামরায়গ্রাম কাজী বাড়ীর পেছনের অংশের একটি কাঁচা রাস্তা পাকাকরণের জন্য ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে রাময়ায়গ্রাম কাজী বাড়ী সংলগ্ন রাস্তায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী মো: নাছির উদ্দিন সহ চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এ রাস্তাটি পাকাকরণ করায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।