কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও থানা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াত। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পৃথক মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মো: মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী মো: ইয়াছিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, পৌর সমাজকল্যাণ বিভাগের টিম সদস্য রফিউদ্দিন সিদ্দিকী, পৌর যুব বিভাগের সভাপতি রবিউল করিম শামীম, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন প্রমুখ।