কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের হাড়িখোলায় বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ২৮ সেপ্টেম্বর) চান্দিনা উপজেলা হাড়িখোলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন।