কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী ম্যানশনে কেক কেটে ওই বেকারির উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রনায়ক ওমর সানি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মার্কেটের মালিক ও চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ডিং ডং ফুড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল কাশেম, ম্যানেজিং ডিরেক্টর মো. ইব্রাহিম হাসান, ফাইন্যান্স ডিরেক্টর হাবিবুর রহমান।
এর আগে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা মো. দ্বীনুল ইসলাম। উল্লেখ্য এখানে সব ধরনের মিষ্টি, কেক, ফাস্ট ফুড আইটেমের বিভিন্ন খাবার পাওয়া যাবে।