মিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাত চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বুড়িমুড়া গ্রামের জমদার বাড়ীর দেলোয়ার হোসেন এর পুত্র।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উক্ত বাড়ীর সাবেক সেনা কর্মকর্তা আবু হানিফ এর নিজ বাড়ীর গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিফাত।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ ও আনিছ জানায় নিষেধ করা সত্ত্বেও বাড়ীর করই গাছের ডালা কাটার জন্য রিফাত আমাকে বললে গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনাটি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যানন হাজী মোঃ শাহজাহান সরেজমিনে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশদ বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
এদিকে রিফাত এর মৃত্যুতে এলাকায়, পরিবার ও বন্ধু বান্ধবের মাঝে শোকের কালোছায়া নেমে আসে।