আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা পাবে ২৬ হাজার কিশোরী!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বেলা ১১টায় চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।

এসময় উপস্থিত ছিলেন – চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ করিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, বাংলাদেশর নারীদের জরায়ুমুখের ক্যান্সারে ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণির ৯ম শ্রেণী পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। চান্দিনা উপজেলায় প্রায় ২৬ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন – উপজেলা,পৌরসভায় একসঙ্গে চার সপ্তাহ বা এক মাসে মোট ১৮ কর্মদিবস এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ কর্মদিবস শিক্ষাপ্রতিষ্ঠানে ও বাকি ৮ কর্মদিবসে স্কুলের বাইরে এলাকায় এলাকায় টিকা দেওয়া হবে। প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ৪ হাজার ৫১ জন নারী মারা যায়। তথ্য অনুযায়ী এক লাখ নারীর মধ্যে ১১ জন এই ক্যান্সারে আক্রান্ত। তবে এই জরায়ুমুখের ক্যান্সারের টিকা আবিষ্কারের ফলে বর্তমানে সফলভাবে এ টিকা কাজ করছে। চান্দিনা উপজেলায় কিশোরী ও মহিলাদের জরায়ুমুখ ক্যান্সারের ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম চলছে এবং সংক্রমনরোধে রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা শুরু হয়েছে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান বলেন, মানবদেহে বিভিন্ন প্রকার ক্যানসার হয়ে থাকে। এর কিছু বেশির ভাগ ক্যান্সার হওয়ার কারণ জানা যায় না। তবে জরায়ুমুখের ক্যান্সার মানুষের শরীরের বাইরের জীবানুর মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে যৌন সংক্রমনের মাধ্যমে এই ক্যান্সার হয়ে থাকে। চান্দিনায় এই সংক্রমন রোধ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হবে।

আরো পড়ুন

চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি।

কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা'র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা...

Read more
চান্দিনায় ব্রেড এন্ড বাটার বেকারি উদ্বোধন করলেন নায়ক ওমর সানি।

কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী...

Read more
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী!

কুমিল্লার চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে...

Read more
চান্দিনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় সকল ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ; অভিযানের এক ঘন্টা পর ফের কার্যক্রম শুরু!

কুমিল্লার চান্দিনায় অনুমোদিন বিহীন বেসরকারি ৬ ডায়াগনষ্টিক ও হাসপাতাল বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানের এক ঘন্টা পার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top