কুমিল্লার চান্দিনায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের এর আওতায় ৩ দিনব্যাপী ফিতা কেটে কৃষি মেলা’র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
মঙ্গলবার (২৫ জুন) সকালে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মাদ মোরশেদ আলম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহ জালাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিন আলম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনির আহাম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খাঁন, মো.ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মাজেদুল ইসলাম, শৈলেশ চন্দ্র মজুমদার, মো. সুলতান আহম্মদ, আব্দুল কাদের জিলানী, আনোয়ার হোসেন মুন্সি, কনক সরকার, মো. গোলাম সারওয়ার, মো. শাহজালাল , ইব্রাহিম হোসেন,মোহাম্মদ জালাল উদ্দিন, তারেক বিন কাশেম, আনিসুল ইসলাম মোল্লা, মো. জানে আলম ভূঁইয়া, কিরন রানী সরকার, সেলিনা ইসলাম, মৌসুমি ভৌমিক, মো. মাসুদ রানা,শরিফুল ইসলাম,মো. ফরহাদ সরকার, মো. মোশাররফ হোসেন মিলন,সালমা নুপুর তিথি, দৈনিক ভোরের কাগজ,দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া সহ চান্দিনা উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।পড়ে অতিথিবৃন্দ কৃষি মেলা’র স্টল ঘুরে দেখেন। এতে উপজেলা চত্বরে ৫ টি স্টল মেলায় ১. ফল ও সবজি প্রদর্শনী, ২. আধুনিক কন্দাল ফসল জাত পরিচিতি প্রদর্শনী, ৩. “স্মার্ট কৃষি ও তথ্য সেবা প্রদর্শনী, ৪. নিরাপদ জৈব বালাইনাশক প্রদর্শনী, ৫. ভার্মি কম্পোট কর্ণার স্টল অংশ নেন।
অনুষ্ঠানে শুরুতেই উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।