এর আগে বুধবার সকাল ১১টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাওলানা ভাসানী অডিটোরিয়ামে আশা’র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার। অনুষ্ঠানে আশা সংস্থার পক্ষে শুভেচ্ছামূলক বক্তব্যে সিনিয়র আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ ইকরাম হোসেন বলেন- প্রান্তিক খামারীদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে। এ পদ্ধতি কাজে লাগিয়ে আপনাদেও খামারে উন্নত জাতের গাভী পালন করে অধিক পরিমাণ লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার যুবকদের উন্নত জাতের গাভী পালন করে বেকারত্ব দূর করে সাবলম্বী হতে সহযোগিতা করবেন। এসময় আশা কেন্দ্রীয় কার্যালয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আওলাদ হোসেন, আশার (এগ্রিকালচার) টেকনিক্যাল অফিসার মো. মনজুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও চান্দিনা জেলার বিভিন্ন উপজেলার খামারীরা উপস্থিত ছিলেন।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১...
Read more